Online Fuel Business Idea in Bengali – অনলাইনে তেল বিক্রি ব্যবসা কি? অনলাইনে তেল বিক্রি ব্যবসা শুরু করবেন কিভাবে? কত চাহিদা? কত টাকা ইনকাম হবে? জানুন সবকিছু অনলাইনে তেল বিক্রি ব্যবসা সম্পর্কে।
বর্তমানে অনলাইনে পাওয়া যায় না এমন কোন পণ্য নেই বললেই চলে। অনলাইনের মাধ্যমে যেমন সমস্ত রকম কাজ সম্পন্ন করা যেতে পারে তেমনি অনলাইনে এমন অনেক ব্যবসা রয়েছে যা ঘরে থেকেই করতে পারবেন। যদি কাজের পাশাপাশি এমন কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ব্যবসাটি পছন্দ হতে পারে আপনার।
আপনি অনলাইনে ফুয়েল বিক্রি করে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করতে পারেন। এর জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), পেট্রোলিয়াম প্রসেস ইঞ্জিনিয়ারিং সার্ভিস কো: (PESCO) ধরনের কোম্পানির সাহায্য পেতে পারেন। ঘরে ঘরে পেট্রোল, ডিজেল পৌঁছে দেওয়া যেতে পারে এর জন্য ওয়েবসাইট অথবা অ্যাপ বানাতে হবে।
অনলাইন জ্বালানি তেল বিক্রি করার ব্যবসা করুন:
যদি আপনি কম সময়ে বেশি টাকা উপার্জন করতে চান তাহলে আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনার ভীষণ পছন্দ হতে পারে। এই ব্যবসাটি শুরু করে খুব তাড়াতাড়ি আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারেন। আর বেশ কয়েক বছরের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারেন।
এখন প্রায় প্রতিটি ঘরেই বাইক থেকে শুরু করে কার (গাড়ি) রয়েছে। আর এগুলির জন্য প্রয়োজন পড়ে পেট্রোল-ডিজেলের, সেগুলি যদি ঘরে বসেই পাওয়া যায় তাহলে কতই না সুবিধা হয় তাই না ! অনলাইনে পেট্রোল, ডিজেল বিক্রি করে এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি। পেট্রোল, ডিজেল ঘরে ঘরে হোম ডেলিভারি দিয়ে এই ব্যবসাটি শুরু করুন।
বাজারে এই ব্যবসাটি খুবই নতুন আর এমন সুবিধা পেলে তার চাহিদাও প্রচুর বাড়তে থাকবে। এই ব্যবসাতে কোন প্রতিযোগিতা নেই বললেই চলে এখন বর্তমানে। আর আপনি যদি প্রথমে শুরু করেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি ব্যবসাতে একটা জায়গা করে নিতে পারবেন।
দেশে পেট্রোল-ডিজেলের চাহিদা কতখানি বেড়ে চলেছে তা তো আমরা সকলে ধারণা করতেই পারি। যদি আপনি অনলাইনে পেট্রোল, ডিজেলের বিক্রি শুরু করতে চান তাহলে তেল কোম্পানি এগুলির সাথে আগে যোগাযোগ করতে হবে। কোম্পানিগুলি থেকে মঞ্জুরি পাওয়ার পরই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন।
এখন মোবাইল, ল্যাপটপ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র এমনকি নিত্যদিনের শাকসবজি, মাছ, মাংস সব কিছুই হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে। মানুষের সুবিধার জন্য এই ব্যবসা বিশেষভাবে জনপ্রিয়। ঘরে বসেই প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে নেওয়ার এই সুবিধা অনেকেই উপভোগ করে থাকেন।
আপনি ই-কমার্স ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে শপিং করে থাকেন, কিছু ঘন্টার মধ্যে অথবা কিছুদিনের মধ্যে সেই জিনিস আপনার ঘরে চলে আসে। বিগত কয়েক বছরে দেশে মুদিখানা জিনিসপত্র, সবজি থেকে শুরু করে সবকিছুই এখন মানুষ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অর্ডার করে নিচ্ছেন।
অনলাইনে তেল বিক্রি করতে আপনাকে কি করবেন?
প্রথমত বলে রাখা জরুরী যে আপনাকে অ্যাপ বানাতে হবে, বা বলা যেতে পারে কোন ওয়েবসাইট বানাতে হবে, যেখানে সকলে অর্ডার করবেন।
২০১৬ সালের আগে পেট্রোল, ডিজেল অনলাইন বিক্রির অনুমতি ছিল না, এরপর সরকার অনলাইনে পেট্রোল-ডিজেলের বিক্রির জন্য রায় দেয়। এই ব্যবসাটি শুরু করার জন্য তেল কোম্পানির কাছে প্রজেক্ট এর ডিটেইলস্ রিপোর্ট জমা করতে হবে, এই রিপোর্ট খুবই সাবধানতা বজায় রেখে কোম্পানির কাছে জমা করতে হবে। যদি তেল কোম্পানি আপনার প্রজেক্টটি পছন্দ করে থাকে তাহলে অনলাইনে বিক্রি করার অনুমতি পাবেন।
এছাড়া এর জন্য নূন্যতম কিছু শর্ত রয়েছে, যেমন যেকোনো গ্রাহক সেই মাত্রা থেকে কম পেট্রোল ডিজেল অর্ডার করতে পারবেন না। তেলের বিক্রির জন্য আপনাকে অ্যাপ অথবা ওয়েবসাইট বানাতে হবে, আর এর কারণ হলো অনলাইনের মাধ্যমেই আপনার অর্ডার নিতে হবে।
অনলাইনে তেল বিক্রি করার ব্যবসাতে বিনিয়োগ
এই ব্যবসাটিতে একটু বেশি মাত্রায় বিনিয়োগ করতে হবে। যদি আপনি পেট্রোল, ডিজেল হোম ডেলিভারি বিজনেস (Petrol Diesel Home Delivery Business) শুরু করতে চান তাহলে এর জন্য প্রায় ১২ লক্ষ টাকার নিবেশ করতে হবে।
যদি আপনার কাছে এত টাকা পুঁজি না থেকে থাকে তাহলে এই টাকার জন্য ব্যাংক থেকে প্রধানমন্ত্রী মুদ্রা লোন (PM Mudra Loan) এর মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। সব মিলিয়ে এই ব্যবসাটি থেকে বাম্পার মুনাফা অর্জন করতে পারবেন প্রতিমাসে।
রাস্তার ধারে ধারে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের পাম্প কেননা এখন রাস্তায় প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে। অনেকেই স্বপ্ন দেখে থাকেন নিজের একটি দু চাকা অথবা বাইক বা চার চাকা থাকবে।
আর গাড়ি চালানোর জন্য প্রয়োজন পড়ে তেলের, সেই তেলের যোগান করতে অনেকেই পেট্রোল পাম্পের খোঁজ করে থাকেন, সেই পেট্রোল ডিজেল যদি ঘরে থেকে অর্ডার করে ঘরে বসেই পাওয়া যায় তাহলে এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে ? আর এই ব্যবসাতে আপনি যদি সকলের এই সহযোগিতা করে থাকেন তাহলে খুব কম সময়ের মধ্যে ব্যবসাটি রমরমিয়ে চলতে শুরু করবে আর খুবই কম সময়ের মধ্যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।