2024 LED Bulb Making Business Idea in Bengali

LED Bulb Making Business Idea in Bengali – এলইডি বাল্ব তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে? এলইডি বাল্ব তৈরির ব্যবসার কত চাহিদা? কত টাকা ইনকাম হবে? জানুন সবকিছু এলইডি বাল্ব তৈরির ব্যবসা সম্পর্কে।

প্রতিটি ঘরে এই জিনিসটির এতটাই চাহিদা যে প্রতিনিয়ত এই জিনিসটির বাজারদর আর উৎপাদন বেড়েই চলেছে। কেননা এই এলইডি বাল্ব ছাড়া ঘর যেন অচল হয়ে পড়ে। বিদ্যুৎ আসার সাথে সাথে এই বাল্বের চাহিদা বহুগুণ বেড়ে চলেছে। আর বরাবরই এটি বাজারে সমান ভাবে চাহিদা সম্পন্ন। যদি কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন যে কোনো কাজের পাশাপাশি, তাহলে এলইডি বাল্ব তৈরি করে সেটি বিক্রি করে ছোটখাটো একটি ব্যবসা করতে পারেন। এই চাহিদা বরাবরই ছিল আছে এবং থাকবে।

ঘরে আলো জ্বালানোর ক্ষেত্রে কেউ কখনোই পিছিয়ে থাকবেন না। আর একবার যদি লাইট খারাপ হয়ে যায় সে ক্ষেত্রে নতুন নিয়ে আসার সময় টাও খুবই কম থাকে। আর আপনার এই ব্যবসাটি খুব ভালো চলতে থাকবে। এলইডি বাল্ব এর ব্যবসা খুবই কম টাকা থেকে শুরু করা যায় আর প্রতি মাসে উপার্জন করা যায় অনেক বেশি টাকা। বলা যেতে পারে কম টাকা বিনিয়োগ করে বেশি টাকা উপার্জন করার ব্যবসা গুলির মধ্যে এই এলইডি বাল্ব এর ব্যবসাটি রয়েছে।

এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে এলইডি বাল্ব তৈরি করার ট্রেনিংও দেওয়া হয়ে থাকে কিছু সংস্থানে। সেখান থেকে কিছুদিনের ট্রেনিং নিয়ে আপনি এই বাল্ব তৈরি করার কাজ করতে পারবেন। আর খুবই সহজেই এটি কম সময়ের মধ্যে শিখে নিতে পারবেন।

তাছাড়া এই ব্যবসাটি করার জন্য প্লান্ট লাগানোর ক্ষেত্রে বেশি জায়গার প্রয়োজন পড়বে না অর্থাৎ ঘরে বসেই শুরু করতে পারবেন এই এলইডি বাল্ব তৈরির ব্যবসাটি। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এলইডি বাল্ব তৈরি করে ব্যবসা করে লাভবান হবেন যেভাবে:

এলইডি বাল্ব তৈরির ব্যবসা

দেশে এমন অনেক ব্যবসা রয়েছে যেগুলি করে অনেকেই তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন। জীবনের আরো অন্যান্য প্রয়োজন মিটিয়ে থাকছেন। তার মধ্যে সব ব্যবসা সবাই হয়তো করতে পারেন না সেটা পুঁজি না থাকার কারণে হোক অথবা কোন সুযোগ সুবিধা না থাকার কারণে, তবে এই এলইডি বাল্ব তৈরি করার ব্যবসাটি আপনি ঘরে বসেই কম টাকা বিনিয়োগ করে শুরু করতে পারবেন, আর প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। কেন্দ্রতে মোদি সরকার এই ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে সকলকে উৎসাহিত করছেন।

এর সাথে সাথে সরকার স্টার্ট-আপ কোম্পানি গুলিকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রকমের যোজনাও চালু করেছে। আর এগুলির সুবিধা ভোগ করে আপনি যেকোন ব্যবসা শুরু করতে পারেন আর আর্থিক সচ্ছলতা আনতে পারেন।

যে কোন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার চাহিদা সম্পর্কে এবং বাজারে তার কতখানি চাহিদা রয়েছে সে সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। এলইডি বাল্ব তৈরি করার এই ব্যবসাটির চাহিদা গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় সমানভাবে প্রযোজ্য।

দিন বদলের সাথে সাথে এলইডি বাল্বের (LED Bulb) চাহিদা আরো বেশি বাড়তে থাকবে। এই বাল্ব ঘরে লাগানোর সাথে সাথে ঘরে আলাদাই একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, এছাড়া আলো পছন্দ করার এমন মানুষ খুবই কম রয়েছেন। আর এই বাল্বের আরো একটি বিশেষ গুণ হল বিদ্যুতের বিল খুবই কম আসে।

অন্যান্য বাল্বের তুলনায় এলইডি বাল্বের বৈদ্যুতিক খরচ খুবই কম। এলইডি বাল্ব বিজনেস করে অনেক মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করছেন এবং আগের থেকে অনেক বেশি টাকা উপার্জন করছেন। এই ব্যবসাটি করতে ট্রেনিং দেওয়া হয়ে থাকে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে।

এলইডি বাল্ব কি?

এলইডি বাল্ব খুবই মজবুত এবং অনেক সময় পর্যন্ত ভালো থাকে, আর অনেকদিন পর্যন্ত জ্বলতে থাকে, এই বাল্ব প্লাস্টিকের হওয়ার কারণে হাত থেকে পড়ে গিয়ে বা কোন কারনে ভেঙে যাওয়ার ভয় থাকে না।

LED, এর সম্পূর্ণ নাম হলো লাইট এমিটিং ডায়োড (Light Emitting Diode)। এই বাল্ব সব থেকে বেশি আলো দিয়ে থাকে। এলইডি বাল্ব এর লাইফ টাইম সাধারণত ৫০,০০০ ঘন্টা থেকে আরও বেশি হতে পারে।

যেখানে সিএফএল (CFL) বাল্ব ৮,০০০ ঘন্টা পর্যন্ত আলো দিয়ে থাকে। এছাড়া আরো বিশেষ বিষয় হলো এলইডি বাল্ব এর রিসাইকেল করা যেতে পারে অর্থাৎ পুনরায় ব্যবহার করা যেতে পারে। এলইডি তে সিএফএল বাল্ব এর মত পারদ (Mercury) তো থাকে না, কিন্তু এই বাল্বে লেড (Lead) এবং নিকল (Nickel) এর মত ঘটক শামিল থাকে।

LED বাল্ব এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

এলইডি বাল্ব এর ব্যবসা শুরু করার জন্য আপনাকে খুবই কম টাকা বিনিয়োগ করতে হবে, খুবই কম টাকা বিনিয়োগ করে ভালো ব্যবসা শুরু করে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করার একটি সুবিধা হল এই এলইডি বাল্ব তৈরি করা।

মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এর দ্বারা বিভিন্ন সংস্থান এলইডি বাল্ব তৈরি করার প্রশিক্ষণ দিয়ে থাকে। এখন সব জায়গায় সরোজগার কার্যক্রম অনুসারে এলইডি বাল্ব বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

এর সাথে সাথে যে সমস্ত কোম্পানিগুলি এলইডি বাল্ব তৈরি করে থাকে সেই সমস্ত কোম্পানি গুলিও এই বাল্ব তৈরির প্রশিক্ষণ একেবারে বিনামূল্যে করিয়ে থাকে। এই সমস্ত কোম্পানি গুলোর সাথেও যোগাযোগ করতে পারেন।

এলইডি বাল্ব তৈরির ব্যবসাতে বিনিয়োগ

এলইডি বাল্ব তৈরির ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করবেন এবং কোথায় থেকে প্রশিক্ষণ নেবেন?

এলইডি বাল্ব তৈরি করার জন্য প্রশিক্ষণ চলাকালীন প্রাথমিকভাবে LED, Basic of PCB, LED Driver, Fitting Testing, কাঁচামাল আরও যা কিছু আছে সেগুলি কেনা, মার্কেটিং, সরকারি সাবসিডি স্কিম ছাড়াও এমন অনেক বিষয় রয়েছে যে সমস্ত বিষয়ে বলা হয়ে থাকে এই প্রশিক্ষণে।

যদি আপনি ছোট স্তরে এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কমপক্ষে ৫০,০০০ টাকা নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। শুরু করার জন্য কোন দোকান নেওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই অল্প পরিসরে এই ব্যবসাটি অনায়াসেই শুরু করতে পারবেন।

এলইডি বাল্ব তৈরি করার ব্যবসা থেকে উপার্জন:

প্রতিটি ব্যবসাতে পরিশ্রম ও একটু বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে উপার্জন প্রচুর পরিমাণে হতে থাকে। আর লাভের পরিমাণ আপনি নিজে থেকেই ব্যবসার মধ্যে সম্পূর্ণ মন দিয়ে বাড়াতে পারেন।

একটি এলইডি বাল্ব তৈরি করার জন্য প্রায় ৫০ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং বাজারে এই বাল্ব খুব সহজে ১০০ টাকাতেও বিক্রি করতে পারবেন। অর্থাৎ একটি এলইডি বাল্ব এ দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন। যদি আপনি একদিনে ১০০ টি এলইডি বাল্বও বানিয়ে থাকেন তাহলে ৫,০০০ টাকা উপার্জন করতে পারবেন সহজেই।

এমনভাবে ১.৫০ লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে উপার্জন করা যেতে পারে। আর বলাই যায় যে খুবই কম টাকা বিনিয়োগ করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার ব্যবসা গুলির মধ্যে এই ব্যবসাটি অন্যতম ব্যবসা, এই ব্যবসা করে অনেকেই লাভবান হয়েছেন।

প্রতিটি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা করলে তা কখনোই ক্ষতির সম্মুখীন হয় না। সেই জন্য এই এলইডি বাল্ব তৈরির ব্যবসাটি অনেকের কাছে খুবই পছন্দের, আপনিও খুবই কম টাকা বিনিয়োগ করে অল্প দিনের মধ্যে এই ব্যবসাটিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন।

আর প্রতি মাসে দেড় লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন, এছাড়া যখনই যখনই আপনার ব্যবসাটি বাড়তে থাকবে আরো বেশি উপার্জন করতে থাকবেন প্রতি মাসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top