2024 Rakhi Making Business Idea in Bengali

Rakhi Making Business Idea in Bengali – রাখি তৈরির ব্যবসা কিভাবে করবেন? রাখি তৈরির ব্যবসার চাহিদা কত? কত টাকা ইনকাম হবে? জানুন সবকিছু রাখি তৈরির ব্যবসা সম্পর্কে।

আমাদের দেশে আরো অন্যান্য উৎসব অনুষ্ঠানের পাশাপাশি রাখি বন্ধন হল এমন একটি উৎসব যা সকল বাধা বিপদ পেরিয়ে, রাগ অভিমান ভুলে একে অপরের প্রতি ভালবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। তাছাড়া বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে ভাই বোনের এই সুন্দর সম্পর্ককে আরো সুন্দর একটি রূপ দিয়ে থাকে।

Rakhi Making Business Idea in Bengali – রাখি তৈরির ব্যবসা
Rakhi Making Business Idea in Bengali – রাখি তৈরির ব্যবসা

এর পাশাপাশি রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে ভাই বোনের এই সুন্দর সম্পর্ককে আরো বেশি সুন্দর করে তোলা হয়। ভাইয়েরা অঙ্গীকার করে বোনেদের সবদিক থেকে রক্ষা করতে আর একে অপরকে উপহার দেওয়া হয়ে থাকে।

ভারতে ধুমধাম ভাবে উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসব। গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায়, দেশের কোনায় কোনায়, রংবেরঙের সুন্দর সুন্দর রাখি দেখতে পাওয়া যায় এই উৎসবের বেশ কিছুদিন আগে থেকে। আর সেই জন্য আপনি যদি কোন উৎসব অনুষ্ঠানের সাথে জড়িত অথবা কিছুদিনের জন্য রমরমা ব্যবসা করতে চান তাহলে কিন্তু এই রাখি বন্ধন উৎসবের সময় কে বেছে নিতে পারেন, আর রাখি তৈরি অথবা বিক্রি করার ব্যবসা করতে পারেন।

রাখি তৈরির ব্যবসা করে প্রচুর মুনাফা অর্জন করুন:

রাখির বাজার দিন দিন অনেক বেশি বেড়ে গিয়েছে, এছাড়া ফুলের রাখির পাশাপাশি বিভিন্ন ধরনের স্টাইলিশ ও দেখতে সুন্দর রাখি এখন সকলেরই পছন্দের। আপনি এই রাখি অনলাইনেও বিক্রি করতে পারবেন অফলাইনেও বিক্রি করতে পারবেন, কেননা এখন ঘরে বসে অনলাইনে অনেক কিছু অর্ডার করে নিতে পছন্দ করছেন বেশিরভাগ মানুষ।

এই ব্যবসাতে যদি অনলাইনের ব্যবস্থা রাখেন তাহলে কিন্তু আপনার এই ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে চলবে। সারা বছর হয়তো এই রাখির তেমন কোন চাহিদা থাকে না তবে এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে এই রাখির চাহিদা অনেক গুন বেড়ে যায়। এই ব্যবসাতে কিন্তু ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লাভ করতে পারবেন।

রাখি তৈরি ও বিক্রির ব্যবসা কিভাবে করবেন?

উৎসবের মরশুম শুরু হতে চলেছে, রাখি বন্ধন থেকে শুরু করে এই বর্ষাকালে জন্মাষ্টমী, রান্না পূজা আর তারপরেই আসতে চলেছে সার্বজনীন দুর্গাপূজা। উৎসবের এই সমারোহের শুরু রাখি বন্ধন উৎসব থেকেই বলা যেতে পারে। এই উৎসবের সুযোগে আপনি অর্জন করতে পারবেন প্রচুর মুনাফা এই রাখি তৈরি করে অথবা বিক্রি করে।

খুবই কম টাকা বিনিয়োগ করে রাখি তৈরি ও বিক্রির ব্যবসা (Rakhi Making and Selling Business) শুরু করতে পারেন। এই সময় রাখির বাজার কিন্তু লক্ষ লক্ষ টাকা থেকে কোটি কোটি টাকা উপার্জন করে থাকে। সেক্ষেত্রে আপনিও খুবই কম টাকা বিনিয়োগ করে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন বেশ কয়েকদিনের মধ্যে।

তাছাড়া সারা বছর ধরে এই রাখি চাহিদা না থাকলেও রাখি তৈরি করার কাজ কিন্তু চলতে থাকে। তাই রাখি তৈরি করেও যেমন ব্যবসা করতে পারবেন তেমনি বিক্রি করেও অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন।

বিভিন্ন ডিজাইনের রংবেরঙের রাখি:

বর্তমানে সুন্দর সুন্দর ডিজাইনের রাখি কিনতে পছন্দ করেন সকলেই। তাই ডিজাইনার রাখি তৈরি করে অথবা কোথাও থেকে নিয়ে এসে বিক্রি করতে পারেন যার বাজার কিন্তু হাজার থেকে কোটি টাকা পর্যন্ত।

ভারতে তৈরি হওয়া রাখি অনেক জায়গায় রপ্তানিও করা হয়ে থাকে। এছাড়া আপনি ঘরে বসেও এই রাখি তৈরির কাজ শুরু করতে পারেন আর বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন।

রাখি তৈরি করার ব্যবসাতে বিনিয়োগের মাত্রা:

প্রতিটি ব্যবসার মতো এই ব্যবসাতেও আপনাকে কিছু টাকা বিনিয়োগ করতে হবে। যদি আপনি সুন্দর ডিজাইনের রাখি তৈরি করতে চান আর বিক্রি করতে চান সেক্ষেত্রে ঘর থেকে এই ব্যবসাটি শুরু করতে পারেন।

এই ব্যবসাটি শুরু করতে কমপক্ষে ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। এই টাকার মধ্যে আপনি সুন্দর সুন্দর ডিজাইনের রাখি তৈরি করতে পারবেন। রাখি তৈরি করার জন্য যে সমস্ত জিনিসপত্র গুলির প্রয়োজন সে গুলি হল:-

  • রেশমের সুতো,
  • রংবেরঙের মতি,
  • পুঁতি,
  • রঙিন উল,
  • পেপার,
  • সাজানোর জিনিসপত্র,
  • স্টিকার,
  • সুতো – যা দিয়ে রাখি বাঁধা হয়,
  • ছোট ছোট ফুল,
  • আয়না,
  • ছোট ছোট ঠাকুরের মূর্তি ইত্যাদি।

উপরোক্ত এই সমস্ত জিনিসপত্র গুলি আপনি কোন স্থানীয় বাজার থেকে অথবা পাইকারি বাজার থেকে খুবই কম দামে কিনতে পারবেন। এই ব্যবসাটি কোন মেশিন ছাড়াই শুরু করা যায় কেননা এগুলো হাতে তৈরি করা যেতে পারে খুবই সহজে। যত বেশি সুন্দর ডিজাইনের রাখি তৈরি করতে পারবেন ততই কিন্তু বেশি পরিমাণে বিক্রি করা যেতে পারবে, সাথে অনেক বেশি মুনাফা অর্জন করা যাবে।

এর পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের খুবই পছন্দের কার্টুন ক্যারেক্টার, সুপারম্যান, ক্রিকেটার, কোন নায়ক নায়িকার ছবি দিয়েও রাখি তৈরি করা যেতে পারে, যেগুলির চাহিদা এখন প্রচুর রয়েছে।

রাখির ব্যবসা থেকে লাভ:

একেবারে ঘরে বসে রাখি তৈরি করার এই ব্যবসা থেকে আপনি অনায়াসেই প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। ঘর থেকে তৈরি করা এই সমস্ত রাখির ছবি, ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে অথবা ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ছবি দিয়ে এগুলিকে বিক্রি করতে পারেন। পাইকারি অথবা খুচরা বাজারেও এগুলি বিক্রি করতে পারবেন।

যদি সুন্দর ডিজাইনার রাখি হয়ে থাকে তাহলে সেগুলি এক একটি রাখি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে। সব মিলিয়ে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অনেক বেশি আকর্ষণীয় রাখি তৈরি করে লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এই উৎসবের মরশুমে। রাখির খুচরা মার্কেটের মাধ্যমে ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লাভ অর্জন করতে পারবেন।

রাখির সাথে জড়িয়ে রয়েছে অনেক বেশি অনুভূতি যা একটি সুন্দর সম্পর্ককে আরো সুন্দর রূপ দেয়। তাই এমন সুন্দর সম্পর্ককে আরো ভালোভাবে প্রকাশ করতে সুন্দর ডিজাইনের রাখি যদি আপনি বাজারে আনতে পারেন তাহলে কিন্তু আপনার এই ব্যবসাটি অনেক বেশি লাভ দায়ক হতে চলেছে।

বর্তমান কাজের পাশাপাশি যদি অল্প টাকা বিনিয়োগ করে কোন লাভদায়ক ব্যবসা করতে চান, তাহলে এই ব্যবসাটি করতে পারেন। সারা বছর ধরে রাখি তৈরির কাজ করতে পারেন সেখান থেকেও অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন। তার পাশাপাশি রাখি বন্ধন উৎসবের এই সময়টাতে আরো বেশি পরিমাণে লাভ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *