General Store Business Idea in Bengali – সাধারণ দোকানের ব্যবসা কিভাবে করবেন? সাধারণ দোকানের ব্যবসার চাহিদা কত? কত টাকা ইনকাম হবে? জানুন সবকিছু সাধারণ দোকানের ব্যবসা সম্পর্কে।
সাধারণ কোন দোকান খুলেও একটি বড় মাপের ব্যবসা শুরু করা যেতে পারে। সেই সাধারণ দোকানে থাকতে পারে নিত্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের জিনিসপত্র এবং সেগুলি বিক্রি করে প্রচুর আয় করতে পারা যায়।
সর্বনিম্ন মাত্র ১০,০০০ টাকা খরচ করে অথবা বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে। খুবই কম খরচে এবং লাভদায়ক একটি ব্যবসার মধ্যে পড়ে এই ব্যবসাটি। নির্দিষ্ট কোন দ্রব্যের ব্যবসা এটি নয় এই ব্যবসার মধ্যে রয়েছে আরও অনেক কিছু। যা আলাদা আলাদা করেও ব্যবসা করা যেতে পারে, বিভিন্ন রকমের জিনিসপত্র একটি ব্যবসার মধ্যে পাওয়া গেলে গ্রাহকদের সংখ্যা বেশি পরিমাণে পাওয়া যায়।
সাধারণ দোকান থেকে প্রচুর আয়:
যদি কোন ব্যক্তি একটি সাধারন দোকান খোলেন তবে তা থেকে প্রচুর আয় করতে পারবেন। একটি স্কুল, বড় গেস্ট হাউস অথবা যে কোন এপার্টমেন্টের কাছাকাছি এই ব্যবসাটি শুরু করা যেতে পারে।
লোকসমাগম বেশি হয় সেই সমস্ত জায়গাতে এই দোকান খোলা যেতে পারে। স্কুলের কাছাকাছি দোকান খুললে স্টেশনারি, টফি, বিস্কুট, নোনতা খাবার অথবা নামকিন এর মত জিনিসের দোকান রাখা যেতে পারে। অন্যদিকে গেস্ট হাউসের কাছে দোকান করলে মাউথ ফ্রেশনার, পারফিউম, প্লাস্টিকের প্লেট, বাটি, গ্লাস এর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা যেতে পারে।
আবার এপার্টমেন্টের কাছে দোকান খুলে সেখানে বাড়ির প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র রাখা যেতে পারে। শুধু বড় দোকান করেই যে বড় ব্যবসা করা যায় তা কিন্তু নয়, ছোট দোকান থেকেও কিন্তু বড় ব্যবসা করা যেতে পারে।
সাধারণ দোকানের ব্যবসা করতে বিনিয়োগ:
যে কোনো ব্যবসা করতে কিছু না কিছু বিনিয়োগ করতে হয় তার পাশাপাশি থাকতে হয় এমন কিছু লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন। ব্যবসা শুরুর আগে ট্রেড লাইসেন্স তৈরি করে রাখা খুবই জরুরী।
এর পাশাপাশি কমপক্ষে ১০,০০০ টাকা থেকে শুরু করতে পারবেন এমন একটি লাভদায়ক ব্যবসা। নিজস্ব দোকান থাকলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে দোকান ভাড়া নিয়েও এই ব্যবসা শুরু করা যেতে পারে।
এই ব্যবসা থেকে লাভের পরিমাণ:
যেকোন ব্যবসা ছোট আকারে শুরু করলে খুবই কম টাকা বিনিয়োগ করতে হয়। তবে সেই ব্যবসাটি ধীরে ধীরে অনেক বেশি লাভ দিয়ে থাকে। তাই প্রতিমাসে কমপক্ষে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করা যেতে পারে অনায়াসে এই ব্যবসা থেকে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে প্রতিদিন উপার্জন করা যেতে পারে ১,০০০ থেকে ২,০০০ টাকা।
কর্মব্যস্ত মানুষের জন্য এই ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ব্যবসাতে পাওয়া যায় এমন প্রয়োজনীয় জিনিসপত্র গুলি কর্মব্যস্ত মানুষের জীবনে খুবই জরুরী। তাই তাঁরা প্রতিনিয়ত এগুলি কিনে থাকেন সেই কারণেই এই ব্যবসাতে ক্ষতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
বিভিন্ন রকমের জিনিসপত্র থাকার কারণে যে কোন জিনিসের চাহিদা সর্বদা বজায় থাকে। আর তাইতো এই ব্যবসা থেকে অনেক বড় ব্যবসা তৈরি করা যায় ও মোটা টাকা উপার্জন করা যায়। আপনি যদি এমন কোন ব্যবসার খোঁজ করে থাকেন তাহলে খুবই কম টাকা বিনিয়োগ করে এই ব্যবসাটি করতে পারেন।
তবে অবশ্যই ব্যবসাটি করার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে আগে। তারপর অল্প কিছু টাকা বিনিয়োগ করে ব্যবসাটি ছোট আকারে শুরু করুন।