2025 Great Business Idea on Holi in Bengali

Great Business Idea on Holi in Bengali – হোলির সময় এই ব্যবসাগুলি করে ভালো টাকা ইনকাম করুন, হোলির সময় করতে পারা সেরা কয়েকটি ব্যবসার আইডিয়া, জানুন সবকিছু হোলির সময় এই ব্যবসাগুলি সম্পর্কে।

বিভিন্ন উৎসবের মধ্যে হোলি উৎসব সকলের খুবই পছন্দের একটি উৎসব। এখানে বিভিন্ন ধরনের রঙের খেলায় মেতে ওঠেন সকলে। সারা দেশ জুড়ে হোলির খেলার আয়োজন শুরু করা হয়।

তবে এই হোলি খেলাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু করতে পারেন আপনার প্রফিটেবল বিজনেস অর্থাৎ লাভদায়ক ব্যবসা। বিভিন্ন ধরনের রং এর খেলায় মেতে ওঠার পাশাপাশি আরো অন্যান্য ব্যবসা করতে পারবেন এই হোলি উৎসবকে কেন্দ্র করে। অল্প টাকা বিনিয়োগ করতে হবে আর উপার্জন হবে প্রচুর।

কোন উৎসবকে কেন্দ্র করে যখন উপার্জনের কথা চিন্তা করা হয় তখন কিন্তু অনেক টাকা উপার্জন করা যায়, কেননা উৎসব পালন করতে সকলেই তৎপর হয়ে ওঠেন আর পছন্দের জিনিস কিনতে প্রচুর টাকা খরচ করেন। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক হোলি উৎসবকে কেন্দ্র করে আরো কি কি ব্যবসা করতে পারেন:

হোলি খেলার প্রধান উপাদান হলো বিভিন্ন ধরনের রং, পিচকারী, জল বেলুন, বিভিন্ন রঙের আবির, হোলির দিনে যে পূজা-পার্বণ করা হয় সেই পূজা পার্বণের উপকরণ রাখতে পারেন, যা সকলেই খুবই সহজেই আপনার কাছে পেয়ে গেলে তাঁদের সুবিধাও হয় আপনারও উপার্জন হয়।

এছাড়া ত্বক ও চুলের যত্নের কথা মাথায় রেখে অনেকেই অর্গানিক রং এর খোঁজ করে থাকেন। আপনি কিন্তু রং আবিরের পাশাপাশি এরকম প্রাকৃতিক রঙের সম্ভার রাখতে পারেন, যা বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন। কেমিক্যাল যুক্ত আবির ও রংয়ের তুলনায় এই প্রাকৃতিকভাবে তৈরি করা রং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

হোলি উৎসবের আয়োজন করা:

কিছু টাকা বিনিয়োগ করে একটি চাঁদোয়া খাটিয়ে অথবা প্যান্ডেল করে হোলি উৎসবের আয়োজন করতে পারেন। যেখানে থাকতে পারে বিভিন্ন ধরনের রং, পিচকারী, বালতি, আবীর, ফুলের মালা, ভাং, বিভিন্ন ধরনের মিষ্টি, এছাড়া খাওয়া দাওয়ার অনেক রকমের পদ।

মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারেন। আর এর মধ্যে দিয়ে আলাদা আলাদা এলাকাতে বসবাসকারী মানুষদের এক জায়গায় জড়ো করতে পারেন। এই জায়গায় প্রবেশ করার জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেন।

এই উৎসবকে উপভোগ করার জন্য অনেকে খুবই অল্প টাকা দিয়ে টিকিট কেটেও এই উৎসবে শামিল হতে পছন্দ করবেন, আর এর মধ্যে থেকে আপনিও উপার্জন করতে পারবেন।

বিভিন্ন ধরনের উপহার রাখতে পারেন:

যেকোনো উৎসবে প্রিয়জনদের উপহার দেওয়ার এই প্রথা বরাবরই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। হোলি উৎসবে অনেকেই প্রিয়জনদের বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন আপনি যদি সেরকম পছন্দমত কোন উপহারের সম্ভার আপনার দোকানে অথবা ছোট্ট কোন স্টোরে রাখতে পারেন তাহলে এই উৎসবে প্রচুর বিক্রি করতে পারবেন আর উপার্জন করতে পারবেন।

এছাড়াও বিবাহ বার্ষিকী, জন্মদিন অথবা অন্য কোন বিশেষ দিন পালন করার জন্য উপহার রাখতে পারেন, এগুলিও প্রচুর পরিমাণে বিক্রি হয়।

ট্যুর ট্রাভেল এর ব্যবসা করতে পারেন:

এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা কাজের তাড়নায় পরিবারের মানুষদের মুখে দু’মুঠো ভাত জোগাড় করার জন্য অন্যান্য শহরে গিয়ে কাজ করছেন, আর কোন উৎসবে কিন্তু তাঁরা বাড়িতে আসার জন্য উৎসুক হয়ে ওঠেন, ছুটিও পান তবে এক্ষেত্রে যদি ট্রাভেলের ব্যবসা করে থাকেন তাহলে তাঁদের সুবিধা হওয়ার পাশাপাশি আপনিও উপার্জন করতে পারবেন। কেননা উৎসবের এই সময়টাতে এত পরিমাণে মানুষজন নিজেদের গ্রামে নিজের বাড়িতে ফেরার জন্য ভিড় জমান যে টিকিট পাওয়া যায় না।

কোন গাড়ি অনেক সময় দেরি হয়ে যায় আবার মারামারিও শুরু হয়ে যায়। এই সময় আপনি ট্রাভেল এজেন্ট হিসেবে টিকিটের বুকিং করতে পারেন, তার জন্য আপনার কাছে থাকতে হবে প্রিন্টার, ল্যাপটপ আর ওয়াইফাই কানেকশন।

এই উৎসবের সুযোগে অনেকে অফিস থেকে খুব তাড়াতাড়ি ছুটিও পান না, তাই টিকিটও বুক করতে পারেন না। আপনি তাঁদের হয়ে আগে থেকে টিকিট বুক করার কাজ করে তাঁদেরকে সাহায্য করতে পারেন। আবার অনেকেই রয়েছেন যাঁরা কিছুটা বেশি টাকা দিয়েও টিকিট কেনার জন্য তৈরি থাকেন, আর এই ব্যবসাটাকে কাজে লাগিয়ে আপনি উপার্জন করতে পারবেন অনেক টাকা।

ব্যবসা করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে আর একটু পরিশ্রমের মধ্যে থেকে খুবই কম সময়ের মধ্যে অনেক টাকা উপার্জন করা যায়। প্রতিটি উৎসব, প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যেতে পারে এই ব্যবসার ক্ষেত্রে। খুবই অল্প টাকা বিনিয়োগ করে অনেক টাকা উপার্জন করতে গেলে কোন উৎসবকে কাজে লাগাতেই পারেন, আর সেই উৎসবে নিজের আনন্দও ভাগ করে নিতে পারেন সকলের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top