Cutlery Manufacturing Business Idea in Bengali – নতুন ধরনের কাটলারি ব্যবসা শুরু করবেন কিভাবে? কাটলারি ব্যবসার কত চাহিদা? কত টাকা ইনকাম হবে? কি কি প্রয়োজন হবে? জানুন সবকিছু কাটলারি ব্যবসা সম্পর্কে।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে এই সমস্ত কাটলারী অর্থাৎ ছুরি, কাঁচি, খাবার টেবিলে ব্যবহৃত ছুরি, কাঁটা চামচ ইত্যাদি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যদি কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ছুরি, কাঁচি, কাঁটা চামচ এগুলি তৈরি করার ব্যবসাটি শুরু করে তাক লাগিয়ে দিতে পারেন। কেননা এর চাহিদা বাজারে প্রচুর।
প্রতি মাসে খুব ভালো টাকা উপার্জন করতে পারবেন কম সময়ের মধ্যে। এটা ছাড়া সরকার এই ব্যবসাটি করার জন্য সাহায্য করে থাকে। আপনি প্রধানমন্ত্রী মুদ্রা স্কিম (Mudra Scheme) এর মধ্যে লোনের জন্য আবেদন করতে পারেন। হাতে একটু টাকা রেখে এবং লোনের মাধ্যমে এই ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন কমপক্ষে ১.৮ লাখ টাকা।
কাটলারি ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করুন
বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ধাবা সব জায়গাতেই যেমন খাবার টেবিলে ছুরি, কাঁটা চামচ এগুলির প্রয়োজন পড়েই তেমনি বিভিন্ন জায়গায় ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচি, কাটার জিনিসপত্র যা অনেকেই বাগান করতে ব্যবহার করে থাকেন এগুলিও কিন্তু এই ব্যবসার আওতায় পড়ে। আর এগুলির চাহিদা কতখানি তা তো আমরা সবাই কম বেশি জানি।
দিন বদলের সাথে সাথে মানুষের চাহিদা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এগুলির চাহিদা মিটিয়ে থাকবে ব্যবসাটি। যদি কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত ব্যবসা হতে পারে।
কিছুটা টাকা বিনিয়োগ করে যদি ব্যবসাটি শুরু করেন তাহলে প্রতি মাসে কয়েক হাজার থেকে লাখ টাকা উপার্জন করতে পারবেন কয়েক মাসের মধ্যে। তাছাড়া কাটলারি তৈরি করার জন্য ইউনিট (Cutlery Manufacturing Unit) লাগাতে পারেন। সব থেকে বড় কথা এই ব্যবসাটি শুরু করার জন্য এবং আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার মুদ্রা ক্রিম (Mudra Scheme) থেকে আপনাকে আর্থিক সহযোগিতা করবে।
এই সমস্ত ছুরি, কাঁচি, কাঁটা চামচ তৈরি করার এই ব্যবসাটির চাহিদা প্রতিটি ঘরেই রয়েছে। এছাড়াও এর চাহিদা বিভিন্ন ধরনের উৎসব, পার্টি, বিয়েবাড়ি, জন্মদিন, পিকনিক এবং বিভিন্ন জায়গায় খাওয়া-দাওয়ার ক্ষেত্রে, কোন দোকান, রেস্টুরেন্ট, হোটেল এই সমস্ত জায়গাতে এগুলির প্রয়োজন বিশেষভাবে পড়ে।
এর সাথে সাথে জমিতে গাছপালা লাগানোর ক্ষেত্রে, তাদের যত্ন করতে যে সমস্ত যন্ত্রপাতি গুলির প্রয়োজন পড়ে সেগুলিও বানাতে পারেন, যার চাহিদা রয়েছে প্রচুর। আর এর পাশাপাশি ব্যবসাটি খুবই বড় আকারে নিয়ে যেতে গেলে এক্সপোর্টও করতে পারেন। এই ব্যবসার মধ্যে ঘরে ব্যবহৃত জিনিসপত্রের পাশাপাশি আরো অন্যান্য জিনিসপত্র তৈরি করতে পারবেন এই ম্যানুফ্যাকচারিং ইউনিট দিয়ে।
কাটলারি ব্যবসার জন্য টাকা বিনিয়োগ
এই ব্যবসাতে ধাতুর তৈরি বিভিন্ন ধরনের কাটলারি তৈরি করতে পারেন, যেগুলি এই ব্যবসার মূল উপাদান। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার কাছে কেবলমাত্র ১.১৪ লাখ টাকা থাকতে হবে। আর এর জন্য সরকারের মুদ্রা স্কিম থেকেও লোন এর আবেদন করতে পারেন। ব্যবসাটি সেটআপ করার জন্য আপনার কাছে প্রায় ১.৮ লাখ টাকা থাকতে হবে এবং খরচ হতে পারে।
কাটলারি ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
- এর জন্য বেল্ডিং সেট,
- বাফিং মোটর,
- ড্রিলিং মেশিন বেঞ্চ,
- গ্রেন্ডার বেঞ্চ,
- হ্যান্ড ড্রিলিং মেশিন,
- হ্যান্ড গ্রেন্ডার বেঞ্চ,
- পেনাল বোর্ড অথবা অন্যান্য টুলস এর প্রয়োজন পড়বে,
- এর পাশাপাশি কাঁচামাল এর ওপরে ১.২ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে,
- রিপোর্ট অনুসারে এই টাকার কাঁচামাল কিনে যদি উৎপাদন ভালো করে থাকেন তাহলে প্রতি মাসে ৪০,০০০ কাটলারি, ২০,০০০ হ্যান্ড টুল আর ২০,০০০ কৃষিকাজের যন্ত্রপাতি (এগ্রিকালচার এমপ্লিমেন্ট) তৈরি করতে পারবেন।
লোনের জন্য কিভাবে আবেদন করবেন?
যেহেতু ব্যবসাটি করতে সরকার থেকে লোনের সুবিধা রয়েছে, তাই কাটলারি বিজনেস শুরু করার জন্য যদি লোন নিতে চান তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অনুসারে যেকোনো ব্যাংক থেকে লোনের জন্য আবেদন করতে পারেন। তাই লোন নেওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে এইভাবে:-
- এর জন্য একটি ফর্ম পূরণ করতে হবে,
- যেখানে আপনার নাম, আপনার ঠিকানা, ব্যবসার ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে আপনার উপার্জন এবং কত টাকা লোন নিতে চাইছেন এই সমস্ত তথ্যগুলি দিতে হবে।
- এরপর যেকোনো ব্যাংকে জমা করে লোনের জন্য আবেদন করতে পারেন।
কাটলারি ব্যবসা থেকে টাকা উপার্জন
যেহেতু এই ব্যবসাটি করার জন্য সরকার আর্থিক সহযোগিতা করে থাকে, আর সেই রিপোর্ট অনুসারে তৈরি হওয়া সমস্ত প্রোডাক্ট প্রতি মাসে ১.১০ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে। এটি তৈরি করার ক্ষেত্রে প্রতিমাসে প্রায় ৯১ হাজার ৮০০ টাকা খরচ হবে। আর এই হিসাব অনুসারে প্রতি মাসে প্রায় ১৮,০০০ টাকা লাভ থাকবে আপনার।
যদি লোন নিয়ে থাকেন তাহলে সেই লোন পরিশোধ করার জন্য কিস্তি (EMI) বাদ দিয়ে প্রায় প্রতি মাসে ১৪ ৫০০ টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন। আর এক বছরের মধ্যে এই ব্যবসাটি আরও বেশি বড় করে সমস্ত বিনিয়োগের টাকা তুলে আনার পাশাপাশি উপার্জনের ও লাভের মাত্রা বাড়াতে পারবেন।
প্রতিটি ঘরে এবং বিভিন্ন জায়গায় এই সমস্ত কাটলারি জিনিসপত্র ব্যবহার করা হয়ে থাকে। আর এর চাহিদা বাজারে এতটাই যে প্রতিনিয়ত প্রোডাক্ট তৈরি করেও যেন যোগান দিয়ে ওঠা যায় না। আপনি যদি আপনার এলাকায় এই ব্যবসাটি শুরু করেন এবং আশেপাশের সমস্ত জায়গা যেখানে এই জিনিসপত্রের প্রয়োজন রয়েছে সেখানে মার্কেটিং করেন আর আপনার উৎপাদিত পণ্যের কথা প্রচার করেন তাহলে ব্যবসার বিক্রি দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকবে। আর আমরা তো সকলেই জানি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা কখনোই কমেনা।