2024 Mosquito Net Business Idea in Bengali

Mosquito Net Business Idea in Bengali – কম খরচে মশারির ব্যবসা করুন, জানুন কিভাবে? মশারির ব্যবসায় কত টাকা ইনকাম হবে? কি কি প্রয়োজন হবে? জানুন সবকিছু মশারির ব্যবসা সম্পর্কে।

আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র গুলির মধ্যে রয়েছে এই মশারি। মশার হাত থেকে বাঁচতে আমরা সকলেই এই মশারি ব্যবহার করে থাকি। বিশেষ করে তীব্র গরমকালে এই মশারির প্রচুর চাহিদা বেড়ে যায়। কেননা এই সময় মশার উপদ্রব প্রচুর পরিমাণে বাড়তে থাকে তাছাড়া সারা বছর এর চাহিদা কিন্তু একই রকম থাকে।

গরমকালে ও বর্ষাকালে আরো অন্যান্য পোকামাকড় এবং মশার হাত থেকে বাঁচতে রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর কথা সকলের মুখে কমবেশি শুনতে পাওয়া যায়।

প্রায় প্রতিটি ব্যবসা করতে গেলে তার বাজারে একটা প্রতিযোগিতা তো থাকেই, কে কত ভালো মানের জিনিসপত্র তুলতে পারবে আর কিভাবে মার্কেটিং করবে তার উপরেও ব্যবসার ভীত ও উপার্জন নির্ভর করে। তাছাড়া প্রতিটি কাজেই কষ্ট আছে। যদি আপনি একটু কষ্ট করে, বুদ্ধি খাটিয়ে ব্যবসা করেন তাহলে প্রতিযোগিতা যতই হোক না কেন ব্যবসাতে অবশ্যই লাভ পাবেন।

মশারির ব্যবসা

আমাদের প্রায় প্রতিটি ঘরেই মশারি রয়েছে আর এর বাজার মূল্য কতটা তা তো আমরা সকলেই আন্দাজ করতেই পারি। আরো অন্যান্য ব্যবসার মতোই এই ব্যবসাটি ও আপনাকে বেশ মোটা অংকের টাকা উপার্জন করে দেবে।

খুবই কম টাকা বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করা যায়, আর খুবই কম সময়ের মধ্যে ব্যবসাটি বড় আকারে নিয়ে গিয়ে উপার্জনও বাড়ানো যায়। যদি মনে করেন এই ব্যবসাটি কোন ঋতু অনুযায়ী কম বেশি হতে পারে তাহলে গরমের সময় এই ব্যবসাটি সব থেকে বেশি লাভদায়ক।

তাছাড়া গরমকাল ও বর্ষাকালে মশারির ব্যবহার বেশি করতে দেখা যায়। ব্যবসাটি শুরু করার সাথে সাথে উপার্জন শুরু হয়ে যায় এবং ৭ থেকে ৮ মাস পর থেকে ব্যবসা থেকে উপার্জনের মাত্রা বাড়তে থাকে।

মশারির ব্যবসা করার জন্য বিনিয়োগ

ব্যবসা করতে গেলে সব থেকে যে মূল বিষয় সেটা হলো কত টাকা পুঁজি থাকতে হবে বা ব্যবসাতে বিনিয়োগ করতে হবে। এই বিষয়টা চিন্তায় ফেলে দেয় অনেক ব্যবসায়ীকে।

তবে যদি খুব কম টাকায় ব্যবসা শুরু করা যায় তাহলে তো আর কথাই নেই, শুধুমাত্র কমপক্ষে ১০,০০০ টাকা নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। মশারির ব্যবসা অনেকভাবে করা যেতে পারে।

যেহেতু আপনি কোথাও থেকে কিনে এনে দোকানে দিতে পারেন বা দোকানে বসে বিক্রি করতে পারেন বা বাইক/সাইকেলে করেও বিক্রি করতে পারেন। বা যেখানে খুবই মানুষের চলাচল রয়েছে বাজার, রাস্তার মোড় এই সমস্ত জায়গাতে ছোট দোকান দিয়েও এই ব্যবসাটি শুরু করা যেতে পারে। বেশি টাকার প্রয়োজন নেই ১০,০০০ টাকা হলেই হবে।

বর্তমানে বিভিন্ন রকম এবং বিভিন্ন ডিজাইনের মশারি পাওয়া যায়, মানুষের দৃষ্টিনন্দনের পাশাপাশি শখের বশেও অনেকেই এই মশারী কিনে থাকেন। বাচ্চাদের মশারি থেকে বড়দের মশারি সবকিছুই এখন নতুন রূপে তৈরি হচ্ছে।

আপনার ব্যবসাতে বিভিন্ন রকম সাইজের এবং বিভিন্ন রকম ডিজাইনের মশারি রাখতে পারলে বিক্রির মাত্রা দ্বিগুণ হবে। ট্রেন্ডি যে মশারি গুলি রয়েছে সেগুলি অবশ্যই ব্যবসাতে সামিল করতে হবে, যাতে মানুষের নজর কাড়তে পারে আর আপনার ব্যবসাটিও সুন্দরভাবে চলতে পারে।

বিভিন্ন রকমের মশারি:

বিভিন্ন ডিজাইনের সাথে চেইন দেওয়া মশারি, বাচ্চাদের মশারি, বড়দের মশারি, সুন্দর সুন্দর রংয়ের মশারি যা আজকের দিনে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, আপনার ব্যবসাতে বিভিন্ন ধরনের পছন্দ হবে এমন সব মশারির কালেকশন রাখতে পারেন।

যেন কোন মানুষ মশারি কিনতে এসে তাঁর পছন্দের মশারি পেয়ে যান আপনার কাছেই। নরম এবং অনেক সময় সুতির মশারিও অনেকে পছন্দ করেন। সেই কারণে সুতির মশারিও রাখতে পারেন।

মশারির ব্যবসা থেকে উপার্জন ও লাভ:

আরো অন্যান্য ব্যবসার তুলনায় মশারির ব্যবসাতে প্রফিট অথবা লাভ রয়েছে প্রচুর, এতে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে। কেননা মশারি যদি একবার আপনি কিনে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না শুধুমাত্র জল ও রোদ থেকে বাঁচাতে হবে।

বাচ্চা থেকে ডবল বেড এর মশারি বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে। এই ব্যবসাতে বিশেষ বিষয় হলো ব্যবসাটিতে আপনি দু’ গুণ, তিন গুণ লাভ রেখে অনায়াসেই বিক্রি করতে পারবেন অর্থাৎ ১০০ টাকা দিয়ে কিনে আনা মশারি অনায়াসেই ৩০০ টাকায় বিক্রি করতে পারবেন। এছাড়াও আরও একটি বিষয় হল এই ব্যবসাতে প্রতিযোগিতা খুবই কম তাই উপার্জনও প্রচুর হতে থাকবে।

নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা করলে তাতে লাভের পরিমাণ প্রচুর থাকে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায়ই থাকে না বললেই চলে। তাই মশারির এই ব্যবসাটি করে খুব সহজে কম টাকা বিনিয়োগ করে এবং অল্প সময়ের মধ্যে বেশ ভালো উপার্জন করতে পারবেন। নিজে বিক্রি করে হোক অথবা দোকানে দোকানে দিয়েও এই ব্যবসা থেকে উপার্জনের মাত্রা বাড়াতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top