2024 ভেলভেট পেন্সিল বানানোর ব্যবসা আছে প্রচুর ডিমান্ড করুন প্রচুর ইনকাম – Velvet Pencils Making Business Idea 2024 (ভেলভেট পেন্সিল বানানোর ব্যবসা 2024): How to Start Velvet Pencils Making Business in India | Velvet Pencils Making Business Idea in Bengali | Velvet Pencils Making Business Plan 2024 in Bengali.
পেন্সিলের কথা বলতে এই জিনিসটি বাচ্চাদের একেবারে লেখাপড়ার হাতেখড়ি করে বলতে পারেন। যার ফলে তারা কোন ভুল করলে মুছে আবার নতুন করে লিখতে পারে। পেন্সিল এমন একটি জিনিস শুধু বাচ্চা নয়, অফিস থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, সবজায়গাতেই এর ব্যবহার সবসময়ের জন্য আছে। মার্কেটেও স্টেশনারি দোকান থেকে মুদিখানার দোকান সব জায়গাতেই পেন্সিল বিক্রি হয়ে থাকে।
এগুলি যেমন নিত্যপ্রয়োজনীয়, খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় অর্থাৎ লেখার মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। এমনকি এই পেন্সিল এর ব্যবহার কাঠের মিস্ত্রী পর্যন্ত করে থাকেন। আর তাই এই পেন্সিলের চাহিদা এতটাই যে এই পেন্সিল তৈরির ব্যবসা করলে তা থেকে ভালোমতো উপার্জন করা যাবে, তা তো বোঝাই যাচ্ছে।
ভেলভেট এর পেন্সিল দেখতে যেমন সুন্দর, তেমনি হাতের মধ্যে বেশ একটা আরামদায়ক অনুভূতি দেয়। যার মাধ্যমে দেখতে যেমন ভালো লাগে তেমনি এই পেন্সিলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তো চলুন তাহলে জানা যাক, আপনি যদি এই ভেলভেট’-এর পেন্সিল দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে তা কিভাবে শুরু করবেন।
ভেলভেট পেন্সিল বানানোর জন্য সামগ্রী:
- ১) আঠা: ১০০ টাকা প্রতি কিলোগ্রাম
- ২) ভেলভেট পাউডার: ২৯০ টাকা প্রতি কিলোগ্রাম
- ৩) র পেন্সিল: ১.২ টাকা প্রতি পেন্সিল
ভেলভেট পেন্সিল বানানোর জন্য মেশিন:
এই ভেলভেট পেন্সিল বানানোর জন্য শুধুমাত্র একটাই মেশিনের প্রয়োজন হবে আপনার। আর এই মেশিনকে ভেলভেট পেন্সিল মেকিং মেশিন ও বলা হয়। এর দাম সবথেকে কম ৬৫ হাজার টাকা থেকে শুরু।
যদি আপনি ব্যবসাটি শুরু করেন এবং এমন কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন, যেটা ১ লাখ টাকার মধ্যে দিয়ে আপনি শুরু করতে চান, তাহলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। যা কিনা মেশিন কেনা এবং অন্যান্য জিনিসপত্র কেনা নিয়ে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। যেটা আপনার জন্য বেশ সুবিধাজনক হবে বলে আশা করা যায়।
কোথায় থেকে কিনবেন:
এই সমস্ত সামগ্রী গুলি আপনি হোলসেল মার্কেট থেকেও কিনতে পারেন। আবার অনলাইনেও নিচে যে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে গিয়েও কিনতে পারেন।
১) মেশিনের জন্য
Velvet Pencil Making Machine | View Details |
২) র পেন্সিল এর জন্য
Wood Brown Raw Pencil | View Details |
৩) ভেলভেট পাউডার এর জন্য
Velvet Pencil Flocking Powder | View Details |
৪) আঠার জন্য
Velvet Pencil Gum | View Details |
এই ব্যবসাটি শুরু করার ক্ষেত্রে মেশিন এবং র মেটেরিয়াল কেনার জন্য আপনি https://www.indiamart.com এই ওয়েবসাইটে ভিজিট করে কিনতে পারেন।
ভেলভেট পেন্সিল বানানোর ব্যবসা কিভাবে শুরু করবেন?
তো চলুন জানা যাক ভেলভেট পেন্সিল বানানোর ব্যবসাটি আপনি কিভাবে শুরু করবেন:
ভেলভেট পেন্সিল বানানোর কিন্তু খুবই সহজ। কিভাবে বানাবেন সেটা নিচে আলোচনা করা হলো:
- ১) সবার প্রথমে মেশিনের ছাঁচে র পেন্সিল লাগিয়ে রাখতে হবে। ছাঁচে একসাথে চারখানা পেন্সিল আপনি লাগাতে পারবেন।
- ২) এই পেন্সিলের গায়ে আঠা লাগিয়ে দিতে হবে।
- ৩) এরপর এটাকে ভেলভেট পেন্সিল মেকিং মেশিন এর মধ্যে দিয়ে দিতে হবে। এই ছাঁচ খুবই সহজে মেশিনের মধ্যে আপনি দিতে পারবেন।
- ৪) একবার এই ছাঁচ, মেশিনের দেয়ালে ভালোমতো আটকে দেওয়ার পর, মেশিনের সুইচ অন করতে হবে।
- ৫) ৩০ সেকেন্ড পর্যন্ত মেশিন চলার পর, মেশিনের ভিতরে থাকা ভেলভেট পাউডার, আঠা লাগানো পেন্সিলের গায়ে ভালো করে আটকে যাবে।
- ৬) এইভাবে ৩০ সেকেন্ডে আপনি চারটি করে ভেলভেট পেন্সিল তৈরি করতে পারবেন। যা কিনা ব্যবহারের উপযোগী হিসেবে বেরিয়ে আসবে।
ভেলভেট পেন্সিলের প্যাকেজিং:
যেকোনো জিনিস বিক্রি করার জন্য সেই জিনিসের ভালোমতো প্যাকেজিং হওয়া প্রয়োজন। আর তাই আপনার তৈরি করা ভেলভেট পেন্সিল প্যাকিং এর জন্যে একটি প্যাকেটে কতটা পেন্সিল আপনি রাখতে চাইছেন এটা জানার পরেই তবে প্যাকিং করতে হবে। আর এর প্যাকেট কে ভালো মতো আকর্ষণীয় বানানোর জন্য প্যাকেটের গায়ে বিভিন্ন রকমের কার্টুন এর ছবি আপনি ছাপাতে পারেন।
কেননা আমরা তো সবাই জানি যে, কার্টুন বাচ্চারা কত পছন্দ করে। এর সাথে সাথে যদি সম্ভব হয় পেন্সিলের একদিকে ছোট্ট রাবার রাখার চেষ্টা করতে পারেন। যেটা বাচ্চাদের হোক অথবা বড়দের কোন কিছু ভুল লেখা মুছতে সাহায্য করবে।
ভেলভেট পেন্সিল বানানোর ব্যবসার মার্কেটিং:
যেকোনো ব্যবসাতে যত ভালো মার্কেটিং করা যায় ততোই ভালো। সেই ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় আর তাই আপনার বানানো ভেলভেট’-এর পেন্সিল মার্কেটে বেশি পরিমাণে বিক্রি হওয়ার জন্য আপনি ভালোমতো মার্কেটিং করতে পারেন। তাছাড়া এর বিক্রি সারাবছর আপনি করতে পারবেন। কোন সমস্যা হবে না।
তবে মার্কেটিং করার ক্ষেত্রে কিছু বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে যে, এগুলো বিভিন্ন রকমের স্টেশনারি দোকান, মুদিখানার দোকান, বই-খাতার দোকান ইত্যাদি জায়গাতে আপনি এর মার্কেটিং করতে পারবেন অনায়াসেই।
তাছাড়া যদি মনে করেন যে আপনি হোলসেল অথবা রিটেল দুই রকম ভাবেই বিক্রি করতে চান। তাহলে বড় দোকানে গিয়ে দোকানের মালিকের সাথে কথা বলে আপনার তৈরি করা ভেলভেট পেন্সিল তাদেরকে হোলসেল দামে দিতে পারেন। তাছাড়া আপনি নিজেও রিটেল হিসেবেও বিক্রি করতে পারেন।
ভেলভেট পেন্সিল বানানোর ব্যবসা থেকে লাভ:
যদি এই ব্যবসাতে লাভের কথা বলা হয়, তাহলে কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে একেবারে বলতে গেলে ৭৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারছেন এবং খুবই কম সময়ের মধ্যে আপনি মার্কেটে জায়গা করে নিতে পারবেন।
আর তাই এই ব্যবসাটি থেকে আপনি প্রতিমাসে কম করে ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করতে পারবেন। আর যদি মনে করেন যে, আরেকটু বেশি র মেটেরিয়াল নিয়ে, আরেকটু দামি মেশিন নিয়ে, বড় আকারে ব্যবসাটি শুরু করবেন তাহলে তো অনায়াসেই আপনার প্রতি মাসে আরো বেশি হারে উপার্জন হতে থাকবে।
পেন্সিল বলতে গেলে প্রায় প্রতিটি কাজে লাগে। বিশেষ করে বাচ্চাদের তো এক দিনে কটা করে পেন্সিল লাগে তা সঠিক করে বলা যায় না। কিভাবে তারা এগুলি ব্যবহার করে সেটা আমরা কম বেশি জানি। আর এই পেন্সিল, লেখার মাধ্যমে কিন্তু শেষ হয়ে যায়। আর তাই নতুন করে কিনতে হয়।
তবে তার সাথে যদি ভেলভেট’-এর পেন্সিল সবার চোখে পড়ে তাহলে একবার ভাবুন, সুন্দর রংবেরঙের নরম তুলতুলে ভেলভেটের পেন্সিল হাতের মধ্যে থাকলে লেখার মজাটা আরো বেড়ে যায়, তাই না।