Book Stationery Business Idea in Bengali – স্টেশনারি ব্যবসা শুরু করবেন কিভাবে? স্টেশনারি ব্যবসার কত চাহিদা এই ব্যাবসার? স্টেশনারি ব্যবসায় কত টাকা ইনকাম করতে পারবেন? কি কি জিনিসপত্রের প্রয়োজন হবে? জানুন সবকিছু স্টেশনারি ব্যবসা সম্পর্কে।
আমাদের বেঁচে থাকার জন্য টাকা ভীষণভাবে জরুরি। আর সেটি উপার্জন করতে গেলে কোন না কোন কাজ অথবা ব্যবসা তো করতেই হয়। তবে অনেকেই পুঁজি কম থাকার কারণে ব্যবসা করার কথা ভেবেও সেটি বাস্তবায়িত করতে পারেন না।
তবে সেই ব্যবসায় যদি খুবই কম খরচে বা কম টাকা ইনভেস্ট করে করা যেতে পারে তাহলে অবশ্যই সেই ব্যবসা করার চিন্তা অনেকেই করবেন। তেমনি একটি ব্যবসার মধ্যে রয়েছে “বই খাতার স্টেশনারি ব্যবসা”।
পড়াশুনার সাথে জড়িত জিনিসপত্র যে পরিমাণ চাহিদা সম্পন্ন হয়ে চলেছে তা আর নতুন করে বলার কিছু নেই। খুবই কম খরচের মধ্যে বলা যেতে পারে ১০,০০০ টাকা তেও শুরু করা যেতে পারে এই সুন্দর এবং সব সময় চলতে থাকা ব্যবসাটি।
এই ব্যবসার প্রচুর চাহিদা রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন কোচিং সেন্টারের কাছাকাছি কোন দোকান নিয়ে এই ব্যবসা করা যেতে পারে। এর জন্য খুবই কম জায়গা হলেও চলবে, ৩০০ থেকে ৪০০ স্কয়ার মিটার জায়গা প্রয়োজন পড়তে পারে আর এর জন্য আপনার বেশি পরিমাণে টাকাও ইনভেস্ট করার কোন প্রয়োজন নেই। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক বই খাতার স্টেশনারি ব্যবসা সম্পর্কে:
যদি আপনি কোন ভাল ব্যবসার খোঁজ করে থাকেন তাহলে এটি ভেবে দেখতে পারেন। এটি এমন একটি ব্যবসা যেখানে ৫০% পর্যন্ত মুনাফা পেতে পারেন। সাধারণত স্কুল-কলেজের আশেপাশে এই স্টেশনারি দোকানে ভিড় দেখার মত। শুরু করার সাথে সাথে, চেনা পরিচিত হওয়ার সাথে সাথে এই ব্যবসাটি দ্বিগুণ পরিমাণে উপার্জন এনে দেবে।
বর্তমানে মার্কেটে স্টেশনারি জিনিসপত্রের চাহিদা প্রচুর। ধীরে ধীরে ব্যবসা বাড়ার সম্ভাবনা রয়েছে অধিক পরিমাণে। ছোট শহর অথবা গ্রাম অঞ্চলে শিক্ষা ক্ষেত্রের আশেপাশে এই ব্যবসা প্রচুর লাভ দায়ক।
বই, খাতা, স্টেশনারি প্রোডাক্ট এর চাহিদা:
বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে যে সমস্ত জিনিসপত্র গুলি প্রয়োজন পরে যাঁরা বাচ্চার বাবা মায়েরা রয়েছেন তাঁরা অবশ্যই ধারণা করতে পারছেন।
পেন, পেন্সিল, A4 সাইজ পেপার, নোটপ্যাড, রাবার, বিভিন্ন ধরনের পেন্সিল বক্স, খাতা ইত্যাদি ইত্যাদি। এখন তো বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র বইয়ের দোকানে দেখতে পাওয়া যায়।
এমনকি ওয়ার্ক এডুকেশন অর্থাৎ হাতে তৈরি কাজের জন্যও অনেক ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট এই ব্যবসার সাথে জড়িত। এগুলি বিক্রি করেও আলাদা ভাবে লাভ অর্জন করা যেতে পারে।
স্টেশনারি প্রোডাক্ট ব্যাবসার জন্য কি করতে হবে?
- যদি আপনি এই ব্যবসা করতে চান তাহলে সবার প্রথমে “শপ এন্ড স্টাবলিশমেন্ট অ্যাক্ট” অনুসারে রেজিস্ট্রেশন করতে হবে।
- স্টেশনারি দোকান খোলার জন্য ৩০০ থেকে ৪০০ স্কয়ার মিটার জায়গা প্রয়োজন পড়বে।
- এই ব্যবসা খুবই কম খরচে শুরু করা যাবে।
- সব থেকে কম ১০,০০০ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারবেন।
- তবে যদি আপনি সুন্দর করে দোকান সাজিয়ে ভালোভাবে ব্যবসাটি শুরু করতে চান তাহলে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত প্রয়োজন পড়তে পারে।
বইখাতা স্টেশনারি ব্যবসা থেকে লাভ:
আপনি আপনার সাধ্যমত টাকা বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তবে এই ব্যবসার জন্য দোকান যেখানে নেবেন সেটি খুবই ভালো জায়গায় হতে হবে অর্থাৎ স্কুল, কলেজ বা শিক্ষা ক্ষেত্রের আশেপাশে।
যদি আপনি আপনার দোকানে স্টেশনারির ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করে থাকেন তাহলে ৩০% থেকে ৪০% পর্যন্ত আপনি লাভ করতে পারবেন, আর প্রতিনিয়ত পেন্সিল, খাতা বিক্রি করে আপনার মাসে কয়েক হাজার টাকা লাভ হবে।
বই খাতা স্টেশনারি ব্যবসার জন্য মার্কেটিং খুবই জরুরী:
প্রতিটি ব্যবসায় মার্কেটিং একটি সাধারণ বিষয়, মার্কেটিং করতে জানলে প্রতিটি ব্যবসা আপনার কাছে লাভ দায়ক হয়ে উঠবে। সেক্ষেত্রে এই ব্যবসাতেও ব্যতিক্রম নয়, এর জন্য আপনাকে আপনার দোকানের নাম সুন্দর করে ছাপাতে হবে, আর দোকানের প্রচার করতে হবে।
যার ফলে দূর দূর পর্যন্ত অনেকেই আপনার দোকান সম্পর্কে জানতে পারবে। এছাড়াও স্কুল, কোচিং সেন্টার, ইউনিভার্সিটি, কলেজ গিয়ে সেখানে আপনার দোকান সম্পর্কে যদি ছাত্র-ছাত্রীদের বলতে পারেন তাহলে তো আর কথাই নেই। এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনি এই ব্যবসার মার্কেটিং করতে পারেন।
শুধু তাই নয় যদি হোম ডেলিভারির সুবিধা দিতে পারেন তাহলে এই ব্যবসা আপনার কাছে খুব তাড়াতাড়ি বেশি লাভদায়ক হয়ে উঠবে।
আজকাল পড়াশোনার সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে বইখাতার স্টেশনারি দোকানের জিনিসপত্র প্রয়োজন পড়ে। আবার অনেকেই আঁকতে পছন্দ করেন তখন বিভিন্ন ধরনের রং, রং পেন্সিল, তুলি এগুলি প্রয়োজন পড়ে। যদি দোকানে এগুলিও রাখা যায় তাহলে দোকানে সর্বদাই ভিড় লেগেই থাকবে।
প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের প্রতিও খেয়াল রাখতে হবে যেগুলি প্রয়োজন পড়বে এবং আপনার দোকান থেকে যেন কেউ ফিরে না যায়। এইভাবে বেশ কয়েক দিনের মধ্যেই ব্যবসাটি রমরমা হয়ে উঠবে।