Mobile Phone Cover Making Business Idea in Bengali – কম টাকায় মোবাইল কভার ব্যবসা শুরু করবেন কিভাবে? মোবাইল কভার ব্যবসার কত চাহিদা? কত টাকা ইনকাম হবে? কি কি প্রয়োজন হবে? জানুন সবকিছু মোবাইল কভার ব্যবসা সম্পর্কে।
আমাদের জীবন যাত্রার সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে পড়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়াই যেন আমাদের জীবনযাত্রা থমকে যায়। তবে এই ফোনের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের গ্লাস, কভার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি দিয়েও যদি ব্যবসা করা যায় তাহলে বেশ ভালো টাকা উপার্জন করা যেতে পারে, কেননা এটি খুবই প্রয়োজনীয় জিনিস।
আজকাল বাজারে মোবাইল কভারের ডিমান্ড এতটাই যে তার ধারণা করা যায় না। প্রায় প্রত্যেক মানুষের হাতে স্মার্ট ফোন রয়েছে, আর স্মার্ট ফোনকে সুরক্ষা দেওয়ার জন্য এই মোবাইল কভার নিরাপদ বলে মনে করা হয়।
খুবই কম টাকা বিনিয়োগ করে ঘরে বসেও এই ব্যবসাটি শুরু করা যেতে পারে, আর ভালোমতো উপার্জন করা যেতে পারে। আরো অন্যান্য কাজের পাশাপাশি বা দোকান থাকলে দোকানে অন্যান্য জিনিসপত্র রাখার পাশাপাশি এই মোবাইল কভার রাখলেও বেশ ভালো উপার্জন করতে পারবেন।
তাছাড়া বর্তমানে যে কাজ করছেন বা চাকরি করছেন তার সাথেও ব্যবসাটি শুরু করা যায়। প্রতিটি মানুষের চাহিদার মধ্যে এই জিনিসটি পড়ে তাই ব্যবসাতে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে।
কম বিনিয়োগে মোবাইল কভার ব্যবসা করুন
আপনার চাকরির পাশাপাশি বা কোন কাজের পাশাপাশি কম টাকা বিনিয়োগ করে এই ছোট্ট ব্যবসাটি শুরু করতে পারেন। বাজারে যে জিনিসপত্রের চাহিদা যত বেশি সেই জিনিস পত্রের ব্যবসাতে লাভও তত বেশি।
সাইড বিজনেস হিসাবেও এটি করতে পারেন। অনেক মানুষ রয়েছেন যাঁরা সম্পূর্ণ মোবাইল থেকে সুরক্ষিত রাখার জন্য ভালো মানের সুন্দর দেখতে মোবাইল কভারের খোঁজ করে থাকেন, আপনি যদি সেই চাহিদা পূরণ করেন তাহলে তো সকলের উপকার হওয়ার পাশাপাশি আপনার লাভও হবে।
বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের রং, প্রিন্ট করা, কারো ছবি দিয়ে প্রিন্ট করা অথবা ফুল, পাখি, সিনারি সব কিছু দিয়ে মোবাইল কভারের চাহিদা আজকাল বেড়েই চলেছে।
মোবাইল কভারের জন্য জিনিসপত্রের প্রয়োজন
প্রতিটি ব্যবসা শুরু করতে গেলে আগে মাথায় আসে যে কি কি জিনিসপত্রের প্রয়োজন পড়বে অর্থাৎ কাঁচামাল, কত টাকা বিনিয়োগ করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা তো থেকেই যায়। তবে মোবাইল কভারের এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার বিশেষ কিছু জিনিসপত্রের প্রয়োজন পড়তে পারে।
তাছাড়া খুবই ছোট জায়গাতে এই ব্যবসাটি শুরু করা যায়। তার জন্য প্রয়োজন পড়বে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার, আর কিছু ছোট ছোট মেশিন যা মোবাইল কভার প্রিন্ট করতে সাহায্য করবে। এই মেশিন গুলির সাহায্যে ৩ থেকে ৪ টি মোবাইল কভার প্রিন্ট করতে পারবেন একসাথে।
এর সাথে সাথে বাকি আরো যে রং এবং উপাদান রয়েছে প্লাস্টিক ধরনের সেগুলোরও প্রয়োজন পড়বে। এই সমস্ত কাঁচামাল অথবা এই যে ব্যবসার জিনিসপত্র গুলি কিনতে ৬০,০০০ থেকে ৬৫,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। এরপর তৈরি হওয়া মোবাইল কভার দিয়ে ব্যবসা করতে পারেন।
চাইলে কোন দোকানে দিতে পারেন অথবা নিজেও বিক্রি করতে পারেন। মোবাইলের ব্যাক কাভার প্রিন্ট করার ক্ষেত্রে ১০ মিনিট সময় লাগে। যখন ব্যবসাটি শুরু করবেন এবং বিক্রি শুরু হতে থাকবে তখন থেকেই কিন্তু উপার্জন শুরু হয়ে যাবে।
মোবাইল কভারের ব্যবসায় মোটা টাকা উপার্জন
যখন আস্তে আস্তে এই ব্যবসাটি বড় আকার ধারণ করবে তখন মুনাফাও ভালো আসবে। বিভিন্ন ব্রান্ড এর আকারে আপনি এই ব্যবসাটিকে সবার সামনে প্রতিস্থাপিত করতে পারেন।
তারপর প্যাকেজিং করতে পারেন সুন্দরভাবে, মার্কেটিং করতে পারেন, তারপর চেষ্টা করতে পারেন যে প্রোডাক্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেন্ড ব্যবহার করে মানুষের চাহিদা অনুসারে যদি বানানো যায় এই মোবাইল কভার তাহলে খুব তাড়াতাড়ি সেগুলি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার অনেকেই নিজের পছন্দ অনুযায়ী আপনাকে হয়তো বলে দিলেন যে এইভাবে আমার মোবাইল কভার তৈরি করে দিতে হবে তাহলে সেভাবেও যদি তৈরি করে দেন তাঁদের পছন্দমত তখনও কিন্তু আরও বেশি উপার্জন হবে এবং অনেক ক্রেতারা আপনার দোকানে এসে ভিড় জমাবেন। এইভাবে আপনার তৈরি করা মোবাইল কভারের বিক্রি দ্বিগুণ পরিমাণে বাড়তে থাকবে।
ব্যবসা করার চিন্তা থাকলে অবশ্যই হাতে কিছু টাকা রেখে তবেই কেউ ব্যবসা করার চিন্তা করে থাকেন। আর যদি সম্ভব হয় সেই টাকা দিয়ে খুবই ছোট স্তরে কোনরকম ঝুঁকি না নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন।
বাজারে চাহিদা অনুসারে জিনিসপত্র কিনে অল্প পরিসরে ব্যবসা শুরু করে সেগুলি বিক্রি করতে থাকলে ক্ষতির সম্ভাবনা তো থাকেই না তার পাশাপাশি অনেক টাকা উপার্জনের সম্ভাবনা তো রয়েছেই।