Baby Toy Making Business Idea in Bengali – খেলনা তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে? খেলনা তৈরির ব্যবসার কত চাহিদা এই ব্যাবসার? খেলনা তৈরির ব্যবসায় কত টাকা ইনকাম করতে পারবেন? কি কি জিনিসপত্রের প্রয়োজন হবে? জানুন সবকিছু খেলনা তৈরির ব্যবসা সম্পর্কে।
বাচ্চাদের খেলনা এমন এক জিনিস যে তাদেরকে এসব খেলনা থেকে দূরে রাখাই যায় না, বাচ্চাদের খেলনার এই জগতটা অনেক বড়, কেননা এখানে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়, যা বাচ্চাদের দৃষ্টিনন্দন এবং তাদের বিকাশে বিশেষভাবে সহযোগিতা করে। তাই প্রতিটি বাবা-মায়েরা এই খেলনা গুলি তাঁদের বাচ্চাদের জন্য কিনে থাকেন। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে তো আর কথাই নেই। বাচ্চাদের পছন্দ, তাদের বায়না মেটাতে বাবা-মায়েরা এই সমস্ত খেলনা অবশ্যই কিনে থাকবেন।
ভারতে তৈরি হওয়া এমন অনেক খেলনা যা প্লাস্টিক থেকে তৈরি হওয়া বা সফট টয় যা দেখতে খুবই সুন্দর, যা শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, ইউরোপ জাপান এবং আমেরিকার মতো দেশেও ভারতীয় খেলনাতে খেলতে থাকে সেখানকার বাচ্চারা। তাহলে বুঝতেই পারছেন যে এই খেলনার জগতটা কত বড়।
আপনি কিন্তু এই ব্যবসা করে খুবই কম সময়ের মধ্যে বেশ ভালো টাকা উপার্জন করতে পারেন। এর সাথে সাথে দেশে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে যোগদান করতে পারেন, আর কম টাকা ইনভেস্ট করেও এই ব্যবসাটি শুরু করতে পারেন।
বর্তমানে সকলেরই ইচ্ছা থাকে, যে কাজ করছেন তার পাশাপাশি আরও একটি যদি কোন ছোটখাট বিজনেস করা যায় তাহলে একটু হলেও আর্থিক সচ্ছলতা আসে। তেমনি কোন ছোট ব্যবসার আইডিয়া পেলে মন্দ হয় না, তাই না ! তাই বাচ্চাদের খেলনার এই ব্যবসাটি করতে পারেন। প্রতিমাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত অনায়াসেই উপার্জন করা যেতে পারে এই ব্যবসাটির মাধ্যমে।
তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আত্মনির্ভর বানানোর জন্য জোর দিয়েছেন। সেই কারণে এই টয় ইন্ডাস্ট্রিকে মোদি সরকার খুবই সহযোগিতা করছেন এবং বাড়ানোর জন্য সকলকে অনুপ্রাণিত করছেন। বাচ্চাদের খেলনার চাহিদা কখনোই কমার নয় এর পরিবর্তে যত দিন যাচ্ছে তত কিন্তু সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের চাহিদার আওতায় চলে আসছে।
বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ব্যবসা:
বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে থাকে তবে যদি আপনি সেই খেলনা বিক্রি করে একটি ছোটখাটো ব্যবসা করতে চান তাহলে প্রতি মাসে বেশ ভালো উপার্জন করতে পারবেন।
বাচ্চাদের সাইকেল, মোটরবাইক, এমনকি ছোট চারচাকা গাড়ি বা আরো অন্যান্য ইউনিক ইউনিক খেলনা যা বাচ্চাদের চাহিদার শেষ নেই। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক বাচ্চাদের এই খেলনার ব্যবসাটি কিভাবে শুরু করবেন সে সম্পর্কে:
ছোট স্তরে শুরু করুন খেলনার ব্যবসাটি:
প্রতিটি ব্যবসা শুরু করার আগে অবশ্যই কিছু না কিছু ঝুঁকি থাকে, তাই যতটা পারা যায় কম টাকা বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করা। যেকোনো ব্যবসা শুরুতেই খুবই বড় আকারে চলে যায় না। আর সেটা করতে গেলে বেশ অনেকটা টাকা ইনভেস্টও করতে হয়, তাই ছোট আকারে শুরু করে সেটি ধীরে ধীরে বড় আকার দিলে তবেই কিন্তু ব্যবসাতে কোনরকম আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
যদি সফট টয় অর্থাৎ টেডি বিয়ার বা নরম খেলনা যেগুলি ছোট ছোট বাচ্চাদের খুবই পছন্দের সেগুলি বাড়িতে তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন খুবই কম টাকা ইনভেস্ট করে, এর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি ৪০ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন এই ব্যবসাটি।
এছাড়াও আরো অন্যান্য খেলনার ব্যবসাতো রয়েছে। এই ব্যবসাটির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এটি শুরুর দিকের কথা, তবে ধীরে ধীরে প্রতিমাসে উপার্জনের মাত্রা বাড়তে থাকবে।
দুই রকম খেলনার ব্যবসা করতে পারেন:
প্রথমত সফট টয় অর্থাৎ তুলো দিয়ে তৈরি করা যে সমস্ত খেলনা রয়েছে যেমন টেডি বিয়ার বিভিন্ন ধরনের জীবজন্তু যেগুলো খুবই নরম হয় যা ছোট ছোট শিশুদের জন্য বেশ উপযোগী, সেগুলি বাড়িতে তৈরি করে বিক্রি করতে পারেন।
আবার অন্যদিকে প্লাস্টিক জাতীয় যে খেলনা গুলি হয়, যে বাচ্চা গুলি বড় হয়ে গেছে অর্থাৎ ছুটতে হাঁটতে পারে তাদের জন্য এই খেলনা গুলি বেশ উপযুক্ত, আর এই খেলনা গুলি পাইকারি হিসেবে কিনে এনেও দোকানে সাজিয়ে বিক্রি করতে পারেন।
খেলনা তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান:
- এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে দুটি মেশিন কেনার প্রয়োজন পড়বে।
- কাঁচামাল কিনতে হবে।
- এছাড়াও ছোট স্তরে সফট টয় এবং টেডি বিয়ার বানানোর জন্য হাতে চালানো কাপড় কাটার মেশিন এবং সেলাই মেশিনের প্রয়োজন পড়বে।
- এখানে বলে রাখা ভালো যে হাতে চালিয়ে কাপড় কাটার মেশিনের দাম বাজারে প্রায় ৪,০০০ থেকে শুরু হয়ে থাকে, আবার সেলাই মেশিন ৯,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
- আর অন্যান্য খরচ বাবদ রয়েছে ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।
- কিছুটা জায়গা যেখানে মেশিন গুলো বসাতে পারবেন।
- দুই একজন কর্মচারী রাখলেও মন্দ নয়।
বাচ্চাদের খেলনার এই ব্যবসা থেকে উপার্জন ও লাভ:
যেহেতু এই ব্যবসাটির চাহিদা প্রচুর, আজকালকার বাচ্চারা খেলনা ছাড়াই কোন কিছুই বোঝেনা, তাই ব্যবসাটি খুব কম সময়ের মধ্যে আপনাকে যে ভালোমতো উপার্জন এনে দেবে সেটা ধারণা করাই যায়। শুরু করার প্রথম দিকে ১৫ হাজার টাকার কাঁচামাল দিয়ে ১০০ ইউনিট সফট টয় এবং টেডি বিয়ার বানানো যেতে পারে।
এইভাবে যদি হিসাব করা যায় তাহলে প্রায় ৩৫,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে, আর এই সফট টয় বাজারে ৫০০ থেকে ৬০০ টাকা প্রতি খেলনায় বিক্রি করতে পারবেন। বলা যেতে পারে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করে আপনি প্রতি মাসে অনায়াসেই ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।
বাচ্চাদের বায়নার কাছে প্রতিটি বাবা-মা কিন্তু হেরে যান, তাই খেলনা কিনতে গেলে বোঝা যায় যে বর্তমানে বাজারে খেলনার দাম কেমন। বিশেষ করে সফট টয়, এগুলোতো বাচ্চাদের ভীষণ পছন্দের এবং দামেও বেশ ভালো। তাই যদি তৈরি করে বিক্রি করা যায় তাহলে এর লাভ অনেকটাই থেকে যায়।
বাচ্চাদের স্কুল, বাচ্চাদের খেলার জায়গা এই সমস্ত জায়গার আশেপাশে যদি এমন দোকান করা যায় যেখানে আপনি খেলনা তৈরি করে এনে সাজিয়ে রাখবেন তাহলে কিন্তু বেশ ভালো মতো বিক্রির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও যেহেতু আপনি তৈরি করছেন তাই ছোটখাটো কোন খেলনার দোকানেও খেলনা গুলি পাইকারি দামে দিতে পারেন। আর যদি ভালো মানের হয় এবং দামও কম রাখেন (আপনার লাভ রেখে অবশ্যই) তাহলে তাঁরাও কিন্তু আপনার থেকে অনবরত এগুলি নিতে থাকবেন। আর এই ব্যবসাটি অন্যান্য কাজের পাশাপাশিও করতে পারেন। খুবই কম টাকা বিনিয়োগ করে, খুবই কম সময়ের মধ্যে যদি ভালো টাকা উপার্জন করতে চান, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য সেরা ব্যবসার আইডিয়া হতে পারে।