Rajanigandha Flower Farming Business Idea in Bengali – রজনীগন্ধা ফুল চাষের ব্যবসা শুরু করবেন কিভাবে? রজনীগন্ধা ফুল চাষের ব্যবসার কত চাহিদা? রজনীগন্ধা ফুল চাষের ব্যবসায় কত টাকা ইনকাম হবে? কি কি জিনিসপত্রের প্রয়োজন হবে? জানুন সবকিছু রজনীগন্ধা ফুল চাষের ব্যবসা সম্পর্কে।
ফুল ভালোবাসা না এমন মানুষ খুবই কম দেখা যায়। আর এই ফুলের মধ্যে এমন অনেক ফুল রয়েছে যার সুবাসে চারিদিকের পরিবেশ মেতে ওঠে। তেমনি একটি চেনা পরিচিত এবং খুবই মনোমুগ্ধকর ফুল হলো রজনীগন্ধা। দেখতে যেমন সুন্দর তেমনি তার সুবাস।
এই ফুলের চাহিদা আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এই ফুল প্রতিটি ফুলের দোকানে অবশ্যই চোখে পড়ে। আরো অন্যান্য ফুলের পাশাপাশি কোন অনুষ্ঠান বাড়ি হোক অথবা ঘর সাজাতে রজনীগন্ধা ফুলের তুলনা নেই। বাড়িতে যদি কয়েকটা রজনীগন্ধার স্টিক থাকে তাহলে তার গন্ধে সারা বাড়ি মেতে ওঠে।
এই রজনীগন্ধা ফুলের চাষ বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এছাড়া শুধুমাত্র ভারতেই নয়, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা এই সমস্ত দেশগুলিতেও রজনীগন্ধা ফুলের চাষ করা হয়ে থাকে। আর এই ফুলের আমদানি ও রপ্তানি প্রচুর পরিমাণে করা হয়ে থাকে। যার ফলে চারিদিকে ফুলের অভাব পূর্ণ করা যায়।
আপনি যদি এই ফুল চাষ করে ব্যবসা করতে চান তাহলে নিঃসন্দেহে বেশ মোটা টাকা উপার্জন করতে পারবেন। শুভ্র সাদা রংয়ের এই ফুল যখন চোখে পড়ে তখন চোখের প্রশান্তির পাশাপাশি তার গন্ধে মন ভরে যায়।
রজনীগন্ধা ফুলের চাষ (Tuberose Flower Farming):
যদি আপনি খুবই কম টাকা বিনিয়োগ করে একটি ভালো মানের ব্যবসা করতে চান তাহলে ফুলের ব্যবসা খুবই ভালো ব্যবসা বলে মনে করা হয়। আর যদি শুধুমাত্র রজনীগন্ধা ফুলের চাষ করে এই ফুলের ব্যবসাটি করতে চান তাহলে খুবই কম টাকা পুঁজি নিয়ে বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন।
বলা যেতে পারে প্রতি মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত উপার্জন করা যেতে পারে। সুগন্ধযুক্ত ফুল হওয়ার কারণে রজনীগন্ধার একটি আলাদা জায়গা রয়েছে এবং রজনীগন্ধার মাহাত্ম্য রয়েছে অনেক।
এছাড়া রজনীগন্ধার ফুল অনেকটা সময় পর্যন্ত তরতাজা থাকে এবং সুগন্ধিত রাখে আশেপাশের পরিবেশ এই কারণে এই ফুলের চাহিদা বাজারে প্রচুর। অনেকেই তো প্রতিনিয়ত ঘরকে সুন্দর করে সুবাসিত করে রাখার জন্য ফুলের বাজার থেকে কয়েকটা রজনীগন্ধার স্টিক নিয়ে যেতে ভোলেন না।
জানা যায় যে, রজনীগন্ধা ফুলের উৎপত্তি মেক্সিকো দেশে হয়েছিল, এই ফুল এমরিলিডিএসি জাতের ফুল গাছ। লম্বা লম্বা স্টিক এর সাথে বেশ কয়েকগুচ্ছ রজনীগন্ধার ফুল ফুটে থাকে এবং ডগার দিকে সবুজ কুঁড়িতে ভরে থাকে, যা দুই এক দিনের মধ্যেই আস্তে আস্তে ফুটে যায়।
ভারতে রজনীগন্ধা ফুলের চাষ পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ আরো অন্যান্য রাজ্য তে করা হয়ে থাকে। তবে খেয়াল রাখতে হবে যে, যে জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করা হবে সেখানে যেন জল নিকাশের ব্যবস্থা খুবই ভালো হয়। কেননা গাছের গোড়ায় জল জমা হলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রজনীগন্ধা ফুলের চাষ কিভাবে করবেন?
প্রতিটি ফুল সৌন্দর্য বৃদ্ধি করে বহু গুণ তবে সেই ফুল যদি নিজের হাতে চাষ করে উৎপাদন করা যায় তাহলে তার আনন্দ অনেকখানি।
- রজনীগন্ধা ফুলের চাষ করার জন্য প্রতি একর জমি হিসাবে জমিতে ৬ থেকে ৮ ট্রলি গোবর সার মেশাতে হবে, তার সাথে NPK অথবা DAP সার ব্যবহার করতে হবে।
- এক একর জমিতে প্রায় ২০ হাজার রজনীগন্ধার কন্দ (বীজ) রোপন করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে রজনীগন্ধার কন্দ (বীজ) যেন সতেজ এবং উচ্চমানের হয়। এর ফলে খুবই সুন্দর এবং সতেজ আর বড় বড় রজনীগন্ধা ফুল উৎপাদন করতে পারবেন।
- আপনার কাছে থাকা কোন জমিতে এই সহজ পদ্ধতিতে রজনীগন্ধার চাষ করতে পারেন। কেননা ভারতের বিভিন্ন জায়গায় এই রজনীগন্ধা ফুলের চাষ অনায়াসে করা হচ্ছে।
রজনীগন্ধা ফুলের চাষ করতে খরচ?
খুবই কম টাকায় বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। রজনীগন্ধা ফুলের কন্দ অথবা বীজ কেনার জন্য কমপক্ষে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা প্রয়োজন পড়বে, তবে যদি আপনি আরও বড় আকারে আপনার বড় জমি থাকলে সেখানে চাষ করার জন্য আরও কিছু টাকা আপনি যোগ করতে পারেন। কম এর মধ্যে থেকে ৫,০০০ থেকে ১০ হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন এই রজনীগন্ধা ফুলের চাষ।
রজনীগন্ধা ফুল চাষের ব্যাবসা থেকে উপার্জন?
যদি আপনি এক একর জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করে থাকেন, তাহলে রজনীগন্ধা ফুলের প্রায় ১ লাখ স্টিক পাবেন, এগুলো কে আপনি আপনার আশেপাশের ফুল বাজারে বিক্রি করতে পারবেন। এছাড়াও কাছাকাছি কোন বড় মন্দির, ফুলের দোকান, বিয়ে বাড়ি, কোন অনুষ্ঠান বাড়িতে সরাসরি আপনার ক্ষেত থেকে ফুলের যোগান দিতে পারেন।
রজনীগন্ধার একটি ফুলের স্টিক পাইকারি হিসেবে ১.৫ থেকে ২ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে এবং যদি খুচরা হিসেবে বিক্রি করেন তাহলে একটি রজনীগন্ধার স্টিক ৮ থেকে ১০ টাকা, এমন কি ১৫ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন। এছাড়া লাভের বিষয়টি আপনার ফুলের যোগান কতটা হচ্ছে তার উপরেও নির্ভর করবে।
যত বেশি ফুলের স্টিক আপনি উৎপাদন করতে পারবেন ততই কিন্তু আপনার উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও রজনীগন্ধা ফুল পারফিউম তৈরি করতেও ব্যবহার করা হয়। তাই কোন পারফিউম কোম্পানির সাথেও যোগাযোগ করতে পারেন আপনার ফুলের বিক্রি বাড়ানোর জন্য।
ফুলের ব্যবহার বহু কাল থেকেই হয়ে আসছে এবং ফুলের কদর সবাই কমবেশি করে থাকেন। রজনীগন্ধা ফুলের চাহিদা বাজারে প্রচুর। শুধুমাত্র সাজানোর জন্যই নয় অথবা ঘরে সুগন্ধ ছড়ানোর জন্যই নয় পারফিউম তৈরি করতে এবং সাবান তৈরিতেও রজনীগন্ধা ফুলের ব্যবহার করা হয়ে থাকে।
তাই যদি খুব কম টাকা খরচ করে এই রজনীগন্ধা ফুলের চাষ করে থাকেন তাহলে খুব সহজেই অন্যান্য কাজের পাশাপাশি অতিরিক্ত উপার্জন করতে পারবেন তাও আবার প্রতি মাসে কয়েক লক্ষ টাকা।