Bubble Packing Papers Business Idea in Bengali – বাবল প্যাকিং পেপার ব্যবসা কি? শুরু করবেন কিভাবে? বাবল প্যাকিং পেপার ব্যবসার কত চাহিদা? কত টাকা ইনকাম হবে? জানুন সবকিছু বাবল প্যাকিং পেপার ব্যবসা সম্পর্কে।
এমন অনেকেই রয়েছে যাঁরা চাকরি করার পাশাপাশি ব্যবসা করার ক্ষেত্রে বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে এমন অনেক ব্যবসা রয়েছে যা খুবই কম টাকা বিনিয়োগ করে শুরু করা যায় আর পছন্দ হওয়ার মত। তেমন একটি ব্যবসা হল বাবল প্যাকিং পেপার এর ব্যবসা।
এই ব্যবসাটি শুরু করার সাথে সাথে বেশ ভালো উপার্জন হতে থাকবে। কেননা বর্তমানে অনলাইনে শপিং করার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আর বিভিন্ন ধরনের পছন্দের জিনিসপত্র অর্ডার করার ক্ষেত্রে সেগুলি সুন্দর করে প্যাকেজিং করে তবেই কিন্তু ডেলিভারির দেওয়া হয়।
আর যে সমস্ত জিনিসপত্র গুলি ভঙ্গুর (Fragile) হয় সেগুলিকে তো আরো সুন্দর করে প্যাকেট করা হয়। এই পেপার অনেকেই দেখে থাকবেন এবং বাড়িতে কোন জিনিসপত্র ডেলিভারি আসলে সেগুলোতেও এগুলি দেখতে পাওয়া যায়। পেপারটি তে প্রচুর পরিমাণে বাবল থাকে। যা কোন প্রোডাক্ট কে সুরক্ষা প্রদান করে।
এগুলি ভিতরে হাওয়া দেওয়া থাকে যা একটু চাপ দেয়ার সাথে সাথে টিকটক শব্দ হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন পেপারের কথা বলা হচ্ছে। অনলাইন অর্ডারের প্রবণতা বাড়ার সাথে সাথে এই বাবল পেপারে চাহিদাও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে।
তাছাড়া অনেকে অনেক দূর থেকে জিনিসপত্র পাঠিয়ে থাকেন নিজের প্রিয়জনদের কাছে সে ক্ষেত্রে এই পেপার দিয়ে তবেই কিন্তু সেই উপহারের জিনিসটি প্যাকেট করা হয়।
বাবল প্যাকিং পেপার আসলে কি?
অনেকেই হয়তো ধারণা করতে পেরেছেন যে এই পেপার কেমন দেখতে হয়, তবুও জানিয়ে দিই, বাবাল প্যাকিং পেপারস সাধারণত মোল্ড হওয়া ইন্ডাস্ট্রিয়াল পেপার।
যার ব্যবহার ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের চারা গাছ, ভঙ্গুর জিনিসপত্র, এই গুলিকে সুন্দর করে প্যাকেট করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া ব্যবসার ক্ষেত্রেও অনেকেই ট্রান্সপোর্ট করে থাকেন তাঁদের উৎপাদিত জিনিসপত্র সে ক্ষেত্রেও সেই ট্রান্সপোর্টের জিনিসপত্র প্যাকেট করার জন্য এই পেপারের প্রয়োজন পড়ে, এক্সপোর্ট এর ক্ষেত্রেও এই পেপার এর প্রয়োজন পড়ে।
বাবল প্যাকিং পেপার ব্যবসাতে বিনিয়োগ
খাদি এবং গ্রাম উদ্যোগ আয়োগ (KVIC) এই ব্যবসার জন্য একটি রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্ট অনুসারে ব্যবসাটির শুরু করতে গেলে ১৫.৫ লক্ষ টাকা খরচ হতে পারে। আর এক্ষেত্রে ৮০০ বর্গফুট জায়গার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা, ইক্রিপমেন্ট এর জন্য ৬ লক্ষ ৪৫ হাজার টাকা খরচ হতে পারে। সবমিলিয়ে ৮ লক্ষ ৫ হাজার টাকা খরচ হতে পারে।
এছাড়াও ব্যাংকিং ক্যাপিটাল এর জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন পড়বে। সবমিলিয়ে এই প্রজেক্ট এর খরচ ১৫ লক্ষ ৫ হাজার টাকা প্রয়োজন পড়বে অর্থাৎ এই ব্যবসাটি শুরু করতে গেলে এবং ব্যবসাটি চালানোর জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন পড়বে।
ব্যবসাটির জন্য লোন এর আবেদন করতে পারেন:
যদি আপনার কাছে এত টাকা খুঁজি না থেকে থাকে তাহলে এই ব্যবসাটি শুরু করার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana) থেকে লোনের জন্য আবেদন করতে পারেন।
এই স্কিম অনুসারে সরকার আপনার ব্যবসাটি শুরু করার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত লোন উপলব্ধ করতে পারবে। যেহেতু খুবই চাহিদা সম্পন্ন ব্যবসা তাই যদি মোটা টাকা উপার্জন করতে চান তাহলে এই ব্যবসাটি লোন নিয়েও শুরু করতে পারেন।
বাবল প্যাকিং পেপার ব্যবসা থেকে উপার্জন
এই ব্যবসাটি যদি একবার শুরু করতে পারেন আর প্রতিনিয়ত উৎপাদন করতে পারেন সে ক্ষেত্রে বছরে ১১ লক্ষ ৪২,০০০ টাকা উপার্জন করতে পারবেন।
প্রজেক্ট রিপোর্ট অনুসারে এই ব্যবসাটি বছরে ১২ লক্ষ ৮০ হাজার কুইন্টাল ডাবল প্যাকিং পেপারে উৎপাদন করতে পারে। আর এর সম্পূর্ণ মূল্য ৪৬,৮৫,৭০০ টাকা হয়। প্রজেক্টেড সেল ৫,৯৯,০০০ টাকা হয়, যেখানে গ্রাস সারপ্লাস ১২,১৪,৩০০ টাকা হয়ে থাকে।
তাই বোঝাই যায় যে এই ব্যবসা থেকে প্রতিবছরে বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন। আবার প্রতি মাসে তো উপার্জন আছেই। ধীরে ধীরে আপনি লোনও পরিশোধ করতে পারবেন, তারপর সম্পূর্ণ উপার্জন ও লাভ আপনার থাকবে।
বাবল প্যাকিং পেপার এর চাহিদা বরাবরই ছিল, আছে এবং থাকবে। প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, কাঁচের জিনিস, মাটির থালা-বাসন এবং মাটির জিনিসপত্র, চিনা মাটির জিনিসপত্র সবকিছুই যখন কোন জায়গা থেকেও অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সেগুলি প্যাকিং করার জন্য এই বাবল পেপার এর প্রয়োজন পড়ে। আর এইজন্য অনেকেই এই ব্যবসা থেকে ভালো টাকা উপার্জন করতে পারছেন।
আর আপনি যদি লোন নিয়ে এই ব্যবসাটি শুরু করেন তাহলে প্রতি বছরে অনেক টাকা উপার্জন করতে পারবেন, তার সাথে সাথে সব খরচ বাদ দিয়ে অনেক টাকা লাভও রাখতে পারবেন।